লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক কমিটি নেই। কেউ কোথাও কোনো চাঁদাবাজি কিংবা অপকর্মে লিপ্ত হলে ছাত্র সমাজ তা কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব কথা জানান তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি চক্র গত ৪ আগষ্ট নিহত ও আহত শিক্ষার্থীদের কথা বলে বিভিন্ন ব্যক্তি ও অফিস থেকে চাঁদাবাজি করে আসছে। যা অত্যন্ত নিন্দনীয় ও দু:খজনক। অনেকে আবার নিজেদের সমন্বয়ক কমিটির প্রধানসহ নানা পরিচয় দিয়ে বেড়াচ্ছে। অথচ আন্দোলনের শুরু থেকে তাদের দেখা যায়নি। লক্ষ্মীপুরে এমন ধরণের কোনো কমিটি হয়নি। কেন্দ্র থেকেও এ ধরণের কোনো কমিটি দেয়া হয়নি। এসব অপকর্মের যারা চেষ্টা করছেন তাদের কঠোর হস্তে দমনের হুশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলনে। এসময় বক্তব্য রাখেন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী আরমান, রেদওয়ান হোসেন রিমন, আশ্রাফুল ইসলাম হিমেল, বায়েজীদ হোসেনসহ অনেকে।