ফ্রী বাংলাদেশ টুডে অনলাইন ডেস্ক:
ঈদের খুশি মাটি হতে দিলেন না সাকিব-মোস্তাফিজরা। ১০৬ রানের পুঁজি যথেষ্ট বানিয়ে দিয়েছেন তারা। নেপালকে রেকর্ড গড়েই হারিয়েছে বাংলাদেশ, প্রায় দেড় যুগ পর সুপার এইটে উঠেছে টাইগাররা। বিশ্বকাপে এতো কম পুঁজি নিয়ে জয়ের রেকর্ড নেই অন্য কোনো দলের।
সোমবার আরনস ভেল গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১০৬ রানেই
আটকে যায় বাংলাদেশ। জবাবে নেপালকে ১৯.২ ওভারে মাত্র ৮৫ রানে গুটিয়ে দেন সাকিব-মোস্তাফিজরা। ২১ রানের জয়ে কোনো সমীকরণ ছাড়াই সুপার এইটে বাংলাদেশ।
প্রথম ইনিংসের পর অবশ্য ভয়েই ছিল বাংলাদেশ। ছিলো ঈদের আনন্দ মাটি হবার শঙ্কায়। তবে সেই শঙ্কার সমাধান হয়ে আসেন তানজিম সাকিব। একাই কাঁপিয়ে দেন নেপালের ব্যাটিং অর্ডার। তার বোলিংয়ে রীতিমতো চোখে সর্ষেফুল দেখতে থাকে গোয়ার্খালিরা।
ধারাভাষ্যকার স্যামুয়েল বাদ্রি পিচ রিপোর্টে বলেছিলেন, এই উইকেট স্পিনারদের জন্য স্বর্গরাজ্য। অথচভসেই উইকেটেই পেস আগুন ঝরান তানজিম সাকিব। সেই উত্তাপ কতটা প্রখর তা হাড়ে হাড়ে টের পেয়েছে নেপাল। মাত্র ৭ রান দিয়ে চার উইকেট নেন তানজিম।