আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হামাস একটি ’আইডিয়া’ যা বিলীন হবে না। তিনি বলেন, এই গ্রুপটিকে মুছে ফেলার তার দেশের লক্ষ্যটি অর্জনযোগ্য নয়।
ইসরাইলি চ্যানেল ১৩-এ দেয়া এক সাক্ষাতকারে হাগারি বলেন, কেউ যদি হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দেয়, তবে তা ’জনগণকে বিভ্রান্ত’ করার সামিল।
তিনি বলেন, ইসরাইল সরকার যদি কোনো বিকল্প না পায়, তবে হামাসই গাজায় থেকে যাবে।
উল্লেখ্য, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা মন্ত্রিসভা তাদের অন্যতম লক্ষ্য নির্ধারণ করেছে হামাসের সামরিক ও পরিচালনাগত সক্ষমতা ধ্বংস করা।
কিন্তু আট মাসের বেশি সময় ধরে গাজায় নৃশংস হামলা চালিয়েও গাজা থেকে হামাসকে উচ্ছেদ করতে ব্যর্থ হয়েছে ইসরাইল। এ সময় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে এবং ৩৭ হাজারের বেশি লোককে হত্যা করেও হামাসকে দমাতে পারেনি তারা।