• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপির দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক সায়েম বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল নির্দিষ্ট ফেডারেল চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ব্লকড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বৈঠক অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ২৭৯ সিম কার্ড ও ৭৬ মুঠোফোনসহ হাতিয়ার ইউপি চেয়ারম্যান আটক আবু সাঈদ হত্যা: বরখাস্ত দুই পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড বিটিআরসির চেয়ারম্যান হলেন মেজর এমদাদ উল বারী সিরাজগঞ্জে দুই ভাইকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
নোটিশ ::
Wellcome to our website...

২৭৯ সিম কার্ড ও ৭৬ মুঠোফোনসহ হাতিয়ার ইউপি চেয়ারম্যান আটক

রিপোর্টারের নাম / ৩৯ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সরকারি ভাতাভোগীদের অর্থ আত্মসাতের অভিযোগে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুনছুর উল্লাহ ওরফে শিবলীকে আটক করেছে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট। গতকাল বুধবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আটক চেয়ারম্যানকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান মুনছুর উল্লাহকে আটক করেন নৌবাহিনীর সদস্যরা। আটক চেয়ারম্যানের তথ্যের ভিত্তিতে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯টি সিম কার্ড ও ৭৬টি মুঠোফোন জব্দ করা হয়। এসব ফোন এবং সিম কার্ড ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এসব মোবাইল ও সিম কার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করেন চেয়ারম্যান মুনছুর উল্লাহ। জব্দ মোবাইল, সিম কার্ডসহ মুনছুর উল্লাহকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, নৌবাহিনীর পক্ষ থেকে আটক ইউপি চেয়ারম্যানকে বুধবার রাতে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ওই মামলায় আটক চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর