• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপির দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক সায়েম বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল নির্দিষ্ট ফেডারেল চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ব্লকড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বৈঠক অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ২৭৯ সিম কার্ড ও ৭৬ মুঠোফোনসহ হাতিয়ার ইউপি চেয়ারম্যান আটক আবু সাঈদ হত্যা: বরখাস্ত দুই পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড বিটিআরসির চেয়ারম্যান হলেন মেজর এমদাদ উল বারী সিরাজগঞ্জে দুই ভাইকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
নোটিশ ::
Wellcome to our website...

রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামানের নামে আরও একটি মামলা দায়ের করা হলো

রিপোর্টারের নাম / ৪১ বার
আপডেট সময় :: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নামে আরও একটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ মামলাটি করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান। ওই মামলায় খায়রুজ্জামান ছাড়া আরও তিন সাবেক সংসদ সদস্য সদস্য ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের আসামি করা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি করা হয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ খায়রুজ্জামানের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৩১ নেতা–কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ওই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। খায়রুজ্জামানকে এই মামলার প্রধান আসামি করা হয়েছে।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী–২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, একই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর ইকবাল, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ, আজিজুল আলম প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই আসামিরা নগরের মালোপাড়ায় নগর বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। তারা ব্যাপক গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা মামলার বাদীসহ দলের অপর নেতা–কর্মীদের ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

এই বিষয়ে বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানাকে মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে খায়রুজ্জামানকে আরও দুটি হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে ২৩ আগস্ট নগরের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আনজুম (২৫) হত্যার ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় একটি এবং ২০ আগস্ট ছাত্রশিবিরের রাজশাহী নগর শাখার সাংগঠনিক সম্পাদক আলী রায়হান হত্যার ঘটনায় খায়রুজ্জামানের বিরুদ্ধে আরেকটি মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর